Wednesday, 3 March, 2021 খ্রীষ্টাব্দ | ১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ |

বজ্রপাতের পূর্বাভাস দিতে দেশের আট স্থানে সেন্সর স্থাপন

নিউজ ডেস্ক
বজ্রপাতের ক্ষয়ক্ষতি ঠেকানোর লক্ষ্যে দেশবাসীকে আগাম সতর্কবার্তা দিতে দেশের আটটি স্থানে পরীক্ষামূলকভাবে বজ্রপাত চিহ্নিতকরণ যন্ত্র বা লাইটনিং ডিটেকটিভ সেন্সর স্থাপন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২০ কোটি টাকা খরচে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, পঞ্চগড়, নওগাঁ, খুলনা এবং পটুয়াখালীতে সেন্সর বসানো হয়েছে। মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে সম্প্রতি বজ্রপাত
 
বেশি হচ্ছে। ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অর্থাৎ ৮ বছরে দেশে বজ্রপাতের ঘটনায় ১৮০০’র বেশি মানুষ মারা গেছে। আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ এমনকি ভারতের পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ লাইটনিং সেন্সর ব্যবহার করে সুফল পেয়েছে। সেই প্রেক্ষিতেই লাইটনিং ডিটেকটিভ সেন্সর বসানো হয়েছে।
 আবহাওয়া দপ্তর দীর্ঘদিন ধরে রাডার বা স্যাটেলাইট থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে বজ্রপাতের পূর্বাভাস দিতো। তবে এই নতুন ডিটেকটিভ সেন্সরের মাধ্যমে বজ্রপাতের সুনির্দিষ্ট স্থান ও সময়ের ব্যাপারে সুস্পষ্ট তথ্য পাওয়া যাবে।
 আবহাওয়া অধিদপ্তরের প্রকল্প পরিচালক মজিদুল ইসলাম জানান, বজ্রপাতের সতর্কতামূলক তথ্য পাওয়ার পর তা তাত্ক্ষণিকভাবে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটের রিয়েল টাইমে প্রচার করা হবে। মোবাইলে ওয়েদার অ্যাপের মাধ্যমে যে কেউ সেই তথ্য পাবেন।

সর্বশেষ সংবাদ

Developed by :