Tuesday, 26 January, 2021 খ্রীষ্টাব্দ | ১৩ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ |

মে মাসে ফোটে বলে ‘মে ফ্লাওয়ার’

সজীব দেবরায়:
মে মাসের গরমে কৃষ্ণচূড়ার পাশাপাশি যে আরেকটি ফুল চোখে স্বস্তি এনে দেয় এবং সেইসাথে নিঃসন্দেহে নজর কেড়ে নেয় তা হচ্ছে ‘মে ফাওয়ার’। এই ফুলটি পহেলা মে পূর্ণাঙ্গ আকার ধারণ করে এবং মে মাসের শেষ সপ্তাহে আবার এই ফুল ঝরে পরে। অন্য অনেক ফুলই মে মাসে ফোটে কিন্তু এই ফুলের জীবনকাল শুধু মে মাস পর্যন্তই তাই এর অদ্ভুত আচরণের জন্যই এর নাম রাখা হয়েছে মে ফাওয়ার। এই ফুলটির বৈজ্ঞানিক নাম-Scadoxus multiflorus ফুলটির আদি নিবাস আফ্রিকা মহাদেশে। ফুলটি বল লিলি, গ্লোব লিলি, আফ্রিকান ব্লাড লিলি নামেও পরিচিত। বাংলাদেশের কোথাও কোথাও ফুলটি ‘বলফুল’ নামেও পরিচিত। মে ফাওয়ারের ফুল, পাতা ও গাছের গড়ন সব মিলিয়ে বেশ নান্দনিক ও চোখে পড়ার মতো। অল্প বয়সী গাছগুলো দেখতে ছাতার মতো দেখায়। এই গাছটি খুব বেশি বড় হয়না, উচ্চতায় ১০ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। তবে মাঝারি আকারের হলেও, এটি খুব তাড়াতাড়ি বাড়ে।এই গাছের উপরদিকের মাথা ছড়ানো থাকে। গ্রীষ্মের শুরুতে কচি পাতার সঙ্গে গোলাপি রঙের ফুলের ছোট ছোট থোকায় ভরে ওঠে গাছটি। ফুল প্রায় ৩ সেমি চওড়া, সুগন্ধি, পাপড়ি ও পুংকেশর অসমান। বাসি ও তাজা ফুল মিলে চমৎকার বর্ণবৈচিত্র্য তৈরি করে। ফল গোলাকার, লম্বা, গাঢ়-ধূসর ও শক্ত। এই ফুলটির পাতা চিড়চিড়ে আর মুখে হলুদরঙা। লাল ও হলুদ রঙের অপূর্ব সমন্বয়ে মে মাস এলেই যেনো হেসে ওঠে ফুলটি। মনমাতানো কোনো গন্ধ না থাকলেও দূর থেকে দেখলেই এই বিদেশি ফুলটিকে দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারও। এর বংশবৃদ্ধি হয় বীজ ও কন্দের মাধ্যমে।

 

                         ছবি: মে ফাওয়ার ফুলের ছবিটি কমলগঞ্জের ভানুগাছ বাজারস্থ দেবরায় ভবন থেকে তোলা।

সর্বশেষ সংবাদ

Developed by :