Thursday, 4 June, 2020 খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

৩০ সেপ্টেম্বর হলো না কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

বিশেষ প্রতিনিধি: ২৮ আগষ্ট কমলগঞ্জ উপজেলা সম্মেলন এর তারিখ ঘোষনার পর আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেন। বইতে শুরু করে সম্মেলনের বাতাস। বিল বোর্ড ,ফেইসবুকে সরব প্রচারনা চলে। কিন্তু ।আজ ৩০ সেপ্টেম্বর সম্ভাব্য তারিখ থাকলেও অনুষ্টিত হলো উপজেলা সম্মলেন।  এ বিষয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হক বাদশাকে জিজ্ঞাস করলে তিনি জানান, আসলে ৩০ সেপ্টেম্বর ছিল সম্ভাব্য একটি তারিখ। তিনি আরো বলেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে মৌখিক যোগাযোগ করার মাধ্যমে ৩০ সেপ্টেম্বর তারিখ পেছানো হয়েছে এবং আসন্ন দুর্গাপুর্জার পর সম্মেলন তারিখ নির্ধারণ করা হবে বলে। এদিকে ১৫ বছর পর দুইবার তারিখ ঘোষনার পর সম্মেলন না হওয়ায় তৃনমুল পর্যায়ের আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের মনে প্রশ্ন আসলে কি আওয়ামীলীগের সম্মেলন হবে?

উল্লেখ্যে যে. গত ২৮ আগষ্ট কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সম্মেলনকে সামনে রেখে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় ন সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশাকে আহ্বায়ক এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি মুলক একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Developed by :