Thursday, 4 June, 2020 খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

কমলগঞ্জে মেধা অন্বেষণ পরীক্ষা


সংবাদদাতা: কমলগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২৬টি কেজি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দিনের একটি মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০টায় কমলগঞ্জ পৌরসভার আইডিয়াল ক্যাডেট স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান জানান, ২ মাস আগে কমলগঞ্জে  কিন্ডার গার্টেনের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রস্তুতিমূলক হিসেবে ৫ম শ্রেণির বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞানের উপর মোট ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে।। পরে ফলাফল প্রকাশ করে পুরস্কার প্রদান করা হয়।

Developed by :