কাগজ ডেস্ক: জীবিত মুক্তিযোদ্ধা ও মৃত মুক্তিযোদ্ধার পরিবারকে এই প্রথম সম্মাননা ক্রেস্ট প্রদান করলো কমলগঞ্জ উপজেলা প্রশাসন। সোমবার ১৬ ডিসেম্বর দুপুর ১২টায় মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় এই সম্মাননা তুলেন দেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। জাতীয় দিবসে কমলগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা দীর্ঘদিন ধরে সংবর্ধনা পেয়ে আসলেও এবার ২৩২জন জীবিত ও মৃত মুক্তিযোদ্ধার পরিবারকে অন্যরক ভাবে স্মরণ করা হলো। উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থায়নে প্রত্যক মুক্তিযোদ্ধা ও তার পরিবারকে সম্মাননা হিসাবে একটি সম্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্টানে আগত মুক্তিযোদ্ধারা এ সম্মান দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কমলগঞ্জে মুক্তিযোদ্ধারা সম্মাননা পেলেন
KamalgonjarKagoj.com |
Published on: December 17, 2019 at: 9:12 pm
| সংবাদটি 293 বার পঠিত
« « পূর্ববর্তী
পরবর্তী » »