Saturday, 26 September, 2020 খ্রীষ্টাব্দ | ১১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ |

কমলগঞ্জে শনিবার পিঠা উৎসব


কাগজ ডেস্ক: বাঙালির খাদ্যসংস্কৃতিতে পিঠা অবিচ্ছেদ্য একটি অংশ। শীতকাল এলেই পিঠা উৎসবে মাতোয়ারা হয় দেশবাসী। এই ঋতুটি যেন পিঠা খাওয়ার উপযুক্ত সময়। এ শীতে নগরবাসীকে মনভোলানো পিঠার স্বাদ দিতে শনিবার ১৮ জানুয়ারী কমলগঞ্জ পিঠা উদযাপন কমিটির আয়োজনে দিন ব্যাপী আয়োজন করছেে কমলগঞ্জ পঠিা উৎসব-২০২০। কমলগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত এ পিঠা উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। শনিবার সকাল ১০টায় পিঠা উৎসব উদ্ধোধন করা হবে। ইতি মধ্যে ষ্টল বরাদ্ধ শেষ পর্যায়ে। ২৭টি ষ্টলের নাম অর্ন্তভুক্ত করা হয়েছে বলে আয়োজক পক্ষ নিশ্চিত করেছেন। বুধবার বিকালে মাঠ পরির্দশন করেছেন পৌরসভার মেয়র জুয়েল আহমেদসহ আয়োজক কমিটি নেতৃবৃন্দ।
কমলগঞ্জ পিঠা উৎসব কমিটির আহবায়ক সাজিদুর রহমান সাজু জানান, সফল করতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে। অতিথিদের দাওয়াত দেয়া হয়েছে। মাঠে কাজ শুরু হয়েছে। আশা করছি সকলেও সহযোগীতায় পিঠা উৎসব সফল হবে।

Developed by :