Tuesday, 19 January, 2021 খ্রীষ্টাব্দ | ৬ মাঘ ১৪২৭ বঙ্গাব্দ |

কমলগঞ্জে করোনা প্রতিরোধে বিশেষ পোশাকে পুলিশের টহল জোরদার

হৃদয় ইসলামঃ করোনা ভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১টি পৌরসভাসহ ৯টি ইউনিয়নের জনগুরুত্বপুর্ণ হাটবাজারগুলোতে ঔষধের দোকান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাঠ খোলা রেখে বাকি সব ধরনের দোকানপাঠ বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ প্রশাসন সদস্যরা মাঠে তৎপর হতে দেখা গেছে। ফাঁকা সড়কে রাতে বিশেষ পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, ‘অন্যান্য সময়ের চেয়েও রাতে বিশেষ পোশাকে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সর্বশেষ সংবাদ

Developed by :