Thursday, 4 June, 2020 খ্রীষ্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |

কমলগঞ্জে পৌরসভার উদ্যোগে সড়কে জীবাণুনাশক স্প্রে


কাগজ রিপোর্ট:
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা এলাকায় সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর পানিবাহী গাড়ি দিয়ে জীবাণুনাশক স্প্রে (ব্লিচিং পাউডার মিশ্রিত পানি) করার কাজ করে। শনিবার (২৮ মার্চ) দুপুরে পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে ভানুগাছ চৌমুহনী থেকে এ কার্যক্রম শুরু করা হয়। কমলগঞ্জ পৌর এলাকায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের পানিবাহী গাড়ি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকের আলী সজিবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এদিকে স্বাস্থ্য সুরক্ষায় ও করোনা ভাইরাসের সংক্রমন রোধে কমলগঞ্জের ভানুগাছ বাজারে জীবাণুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে। শনিবার দুপুরে বিডি ক্লিন বাংলাদেশের উদ্যোগে ভানুগাছ বাজারে এ ঔষধ স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, পৌর কাউন্সিলর গোলাম মুগ্নি মুহিত, সৈয়দ জামাল হোসেন, বিডি ক্লিন বাংলাদেশের সমন্ময়ক ফকরুল ইসলাম প্রমুুখ।

Developed by :