ষ্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জে অন্যতম বেসরকারী শিশু শিক্ষালয় আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের পরিচালনায় ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য whatsapp গ্রুপ এর শুরু হয়েছে অনলাইন ক্লাস চলছে। করোনা পরিস্থিতির কঠিন সময় যাচ্ছে। স্কুলগুলো সরকারী আদেশে আগামী ১০ জন পর্যন্ত বন্ধ। এ দীর্ঘ সময় যেন ছাত্রছাত্রী পড়াশুনা করে যেতে পারে সেজন্য বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকারাগণ নার্সারী হতে ৫ম শ্রেণীর পর্যন্ত ৬টি whatsapp গ্রুপ খুলেছেন। এতে সকল শ্রেণীর অভিভাবকগনের নাম্বার এড করেছেন। নিদিষ্ট রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহের ক্লাসের পড়া এক সাথে দিচ্ছেন এবং বাড়িতে হোমওর্য়াক করার জন্য নির্দেশনা দিচ্ছেন। এতে করে বাড়িতে বসা ছাত্রছাত্রীদের লেখা পড়ার আগ্রহ সৃষ্টি হয়েছে। অভিভাবকরা সপ্তাহের পড়া শিক্ষার্থীরা শিখাচ্ছেন।
আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মমতা রাণী সিনহা জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজ, প্রতিষ্টাতা ও সহসভাপতি মো: সালাহ উদ্দীনসহ সকলের পরার্মশে এপ্রিল মাস হতে whatsapp গ্রুপে ক্লাস শুরু হয়েছে। যতদনি পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও সরকারী ঘোষনা করা না হওয়া পর্যন্ত ক্লাস চলবে অনলাইনে। প্রতি সপ্তাহে ক্লাস সুষ্টুভাবে হয়। আশা করছি ছাত্রছাত্রীরা উপকৃত হবে।
কমলগঞ্জে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের ক্লাস চলেছে অনলাইনে
KamalgonjarKagoj.com |
Published on: May 26, 2020 at: 11:13 pm
| সংবাদটি 508 বার পঠিত
« « পূর্ববর্তী
পরবর্তী » »