কাগজ ডেস্ক: রাজধানীর গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখান থেকে ৫জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বুধবার (২৭ মে) রাত ৯টার পরে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সূচনা হয়।
রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আহসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে সেখানে কাজ শুরু করে, সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান শাগুফা আনোয়ার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।