Tuesday, 1 December, 2020 খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ |

কমলগঞ্জের চা বাগানে তৈরি হচ্ছে চোলাই মদঃ স্বাস্থ্য ঝুঁকিতে চা শ্রমিকরা

শাহাবুদ্দীন আহমদঃ

চলমান করোনা পরিস্থিতির মধ্যেও চলছে চোলাই মদ ও হাড়িয়া আর অনেকেই নেশা হিসাবে পান করছে এসব অস্বাস্থ্যকর পানীয়।
কমলগঞ্জের চা বাগান গুলোতে জমজমাট হয়ে উঠেছে এসব চোলাই মদ,ও হাড়িয়া তৈরী । এতে চা বাগানের শ্রমিক পরিবারগুলো রয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে।
চা বাগানগুলোতে বেড়েছে চোলাই মদের অবাধ ব্যবহার। এর ফলে বাগানে বসবাসরত অসাধু কিছু সুযোগ সন্ধানী লোক নিয়মিত তৈরী করছেন এসব বিষাক্ত চোলাই মদ ও হাড়িয়া।এসব বিষাক্ত ও নিন্মমানের মাদক সেবন করে অনেককেই রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকতে দেখা যায়।এব্যাপারে বাগানের চা শ্রমিক ও সচেতন নাগগরিকরা স্থানীয় প্রশাসন ও বাগান কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবী জানান।

সর্বশেষ সংবাদ

Developed by :