Wednesday, 15 July, 2020 খ্রীষ্টাব্দ | ৩১ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ |

কমলগঞ্জে দুই বাড়িতে নাইট কুইন ফুটেছে

                 সত্যজিত রায়ে বাসায়

কাগজ রিপোর্টঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের দুই বাড়িতে বেশ কয়েকটি নাইট কুইন ফুল ফুটেছে। আজ রাত ৯টায় ভানুগাছ বাজারের সত্যজিত রায় ও ইসলামপুর ইউনিয়নের শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহের বাড়ির আঙ্গিনায় এ নাইট কুইন ফুটেছে। প্রতিবছর বর্ষায় এ নাইট কুইন গাছে ফুল ফুটে বলে সত্যজিত রায় জানান। গত বছর তার গাছে জুন মাসে ফুল ফুটেছিল। ঠিক এক বছর পর আবার আজ ১৩ জুন গাছে ফুল ফুটেছে।

ধীরেন্দ্র কুমারের বাসায়

Developed by :