আলমগীর হোসেনঃ
মহামারী করোনা ভাইরাসের মধ্য চলছে মাদকের রমরমাা ব্যবসা। আর এ মাদক পাচার রোড হচ্ছে সমসেরনগর ও চাতলাপুর। আবারো আরেক যুবক আটক হয়েছে ইয়াবাসহ।
সোমবার সন্ধ্যা কমলগঞ্জ উপজেলার শমশেরনগর মোকামবাজার ব্রাক অফিস সংলগ্ন এলাকা হতে ব্যাটারি চালিত অটোরিক্সায় অভিযান চালিয়ে ফয়সল আহমদ টিটু নামে এক মাদক কারবারিকে আটক করেছে মৌলবীবাজার ডিবি পুলিশ। এ সময় ১১৮ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি দল। আটককৃত যুবকের বাড়ি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নমৌজায়। পিতা মনাফ মিয়া। এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।