কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি নাগরিক মৌলভীবাজার জেলার বাসিন্দা রুমেল মিয়া (২৬)। তার বাড়ি জেলার রাজনগর উপজেলার ২নং উত্তরভাগ ইউনিয়ন পরিষদের পানিশাইল গ্রামে। তার বাবার নাম ভুলু মিয়া। নিহতের গ্রামের প্রতিবেশী ইমাদুল ইসলাম জানান, শনিবার (২২ আগস্ট) রাতে কাতারের সালওয়া থেকে কাজ শেষে ফেরার পথে সেহেলিয়া মহাসড়কে একটি লরির সঙ্গে রুমেলকে বহনকারী গাড়ির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুমেল গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত রুমেলের সহকর্মী কাতার প্রবাসী তোফায়েল আহমেদ জানান, ‘আমরা একসঙ্গে কাজ করতাম। কাজ শেষে গাড়িতে করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রুমেলের মৃত্যু হয়।’ নিহত রুমেলের লাশ বর্তমানে কাতারের স্থানীয় হামাদ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে। এদিকে রুমেলের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
KamalgonjarKagoj.com |
Published on: August 24, 2020 at: 10:52 pm
| সংবাদটি 115 বার পঠিত
« « পূর্ববর্তী
পরবর্তী » »