KamalgonjarKagoj.com |
Published on: January 13, 2021 at: 10:02 am
| সংবাদটি 22 বার পঠিত
বিশেষ প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের আর মাত্র ৩ দিন বাকি। নির্বাচনে আ.লীগের দলীয় প্রার্থীকে না মেনে ক্ষমতাসীন দলের বিদ্রোহী দুজন মেয়র প্রার্থী স্বতন্ত্র হিসেবে নারকেল গাছ ও জগ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আছেন। শেষ মুহুর্তে মাঠে ব্যস্ত প্রচারণায় রয়েছেন প্রার্থীরা।
তবে মেয়র পদে অন্যান্য প্রার্থীরা নির্বাচনী মাঠে থাকলেও আওয়ামীলীগ প্রার্থী জুয়েল আহমেদের সমর্থনে নৌকার পক্ষে মাঠে নেই আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠভাবে কাছে পাচ্ছেননা তিনি। শীর্ষ নেতারা কাজ করছেন সতন্ত্র দুই প্রার্থীর পক্ষে।
তবে আওয়ামীলীগের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দরাও এলাকায় অবস্থান করে ব্যাপক গণসংযোগ করছেন।